ঢাকা      মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

IMG
18 November 2025, 10:04 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিপক্ষের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লাল-সবুজের দল। এর আগে, সবশেষ ২০০৩ সালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর আর কখনো প্রতিবেশী দেশটির বিপক্ষে বাংলাদেশ ফুটবলে জয়ের স্বাদ পায়নি।

আজ মঙ্গলবার রাত আটটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হয় এই ম্যাচ। ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেন শেখ মোরছালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরছালিন। বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম গোল। এরপর বেশ কয়েবার চেষ্টা করেও প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।

এরপর দ্বিতীয়ার্ধে গোল শোধের নেশায় বাংলাদেশকে চেপে ধরে ভারত। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি অতিথি দলটি। ফলে ২২ বছর পর ভারতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে, বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন