স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে মঙ্গলবার ভারতের চেন্নাইয়ে গেছে বাংলাদেশ হকি দল। তবে পূর্ণ দল ভারত যেতে পারেনি। পারিবারিক কাজে গতকাল নেদারল্যান্ডস যাওয়া কোচ আইকম্যান পরে দলের সঙ্গে যোগ দেবেন চেন্নাইয়ে। এছাড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং এই দলের ম্যানেজার কর্নেল রিয়াজুল হাসান (অব.) ও খেলোয়াড় মেহেদী হাসান যেতে পারেননি। মেহেদী ডেঙ্গুতে আক্রান্ত। আর রিয়াজুল হাসান এখনো ভারতের ভিসা পাননি।
কোচের নেদারল্যান্ডস যাওয়ার ব্যাপারে রিয়াজুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলমান অবস্থায় হেড কোচ আইকম্যানের মা মারা যান। তিনি হল্যান্ড যাচ্ছেন পারিবারিক কাজে। ২৪ নভেম্বর ভারতে দলের সঙ্গে যোগ দেবেন। আমি এখনো ভিসা পাইনি। খেলোয়াড় মেহেদী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় যেতে পারছে না।’
আগামী ২৮ নভেম্বর শুরু হবে মাঠের লড়াই। প্রস্তুতির জন্য ১০ দিন আগেই ভেন্যু শহরে গেল বাংলাদেশ। মূল আসরের আগে সুইজারল্যান্ড ও চিলির বিপক্ষে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবেন রাকিবুল-আমিরুল ইসলামরা।
২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে 'এফ' গ্রুপে। গ্রুপ পর্বে প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। ভারত যাওয়ার আগে অধিনায়ক মেহরাব হাসান সামিন বলেছেন, ‘আমরা দেশের জন্য মাঠে নামবো, আমরা প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছি, আমরা এমন কিছু করতে চাই, যা হবে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা।
চার মাস ধরে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় গিয়ে পাঁচটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। পরে ইউরোপ সফরে সুইজারল্যান্ড যাওয়ার কথা থাকলেও দলের সবার ভিসা না পাওয়ায় তা বাতিল হয়ে যায়। এতে প্রস্তুতির ঘাটতি থাকলেও প্রথম বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান দলের খেলোয়াড়রা।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com