শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়ায় এক গরু ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সন্ত্রাসী চক্র দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ওই ব্যবসায়ীর হাত-পা ভেঙে দেয় এবং তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
হামলার শিকার গরু ব্যবসায়ীর নাম সালাম (৩৫)। তিনি আশুলিয়ার বেলমা এলাকার মোহন মিয়ার ছেলে। ঘটনা ঘটে সোমবার (১৭ নভেম্বর) বিকেল চারটার দিকে আউকপাড়া মাঝার গেট এলাকায়।
ব্যবসায়ী সালাম জানান, তিনি কলমা এলাকা থেকে গরু বিক্রির ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে বেলমায় নিজ বাসায় ফিরছিলেন। আউকপাড়া মাজার গেট এলাকায় পৌঁছালে আশুলিয়া ইউনিয়নের যুবলীগ নেতা শাওন, সোটার সেলিম, গুটি রাকিব, ইয়াবা অপুসহ আরও কয়েকজন তার পথরোধ করে। তারা প্রথমে পিস্তল ঠেকিয়ে ভয় সৃষ্টি করে এবং পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার হাত-পা ভেঙে দেয়। হামলাকারীরা টাকা, দুইটি মোবাইল ফোন ও তার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সালামকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকার বাসিন্দা আতাউর রহমান জানান, রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় সালামকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com