স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কোলে শিশু কন্যা, হাত ধরে আছে পুত্র। মুশফিকুর রহিমের স্ত্রী ও বাবা-মা ছিলেন পাশে। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামা সাবেক বাংলাদেশ অধিনায়ককে ঘিরে ছিলেন তার প্রথম টেস্ট ও শততম টেস্টের সতীর্থরা। এই ঝলমলে আয়োজনে মুশফিকুর রহিম জানান তার প্রতিক্রিয়া।
আজ বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সোয়া নয়টায় বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের টসের পর শুরু হয় আয়োজন। শুরুতেই মুশফিকের হাতে '১০০' খোদাই করে লেখা বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার সুমন। তিনি ২০০৫ সালে লর্ডসেও মুশফিকের মাথায় পরিয়ে দিয়েছিলেন টেস্ট ক্যাপ।
১৮ পেরুনো বালক চেহারার মুশফিক এখন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। ঐতিহাসিক অর্জনের মুহূর্তে টেস্ট ক্যাপ ক্যাসকেড তুলে দেন বাংলাদেশের টেস্ট খেলোয়াড় নম্বর-১ আকরাম খান।
এরপর সতীর্থদের অটোগ্রাফ দেওয়া প্রথম টেস্ট ও শততম টেস্ট জার্সি তার হাতে তুলে দেন হাবিবুল বাশার সুমন ও নাজমুল হোসেন শান্ত।
বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার প্রতিক্রিয়ায় বলেন, 'অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের জন্য দুর্দান্ত অর্জন। আপনার সঙ্গে সব সময় খেলা উপভোগ করি। আমি আপনাকে অনুসরণ করি, অনুপ্রাণিত হই এমনকি ছোটবেলা থেকে। সবাই আপনার পরিশ্রম নিয়ে বলে, আমি বলবো আপনি সব সময় দলের জন্য খেলেন, দলের জন্য নিজেকে নিংড়ে দেন। আপনি ব্যক্তিগত মাইলস্টোন নয়, দলের জন্য খেলেন। এটাই তরুণদের অনুপ্রাণিত করে।'
ছোট্ট বক্তব্যে সবাইকে ধন্যবাদ দেন বগুড়ার সন্তান মুশফিক, 'ধন্যবাদ সবাইকে। আমার পরিবারকে ধন্যবাদ। এই চলার পথে যারাই ছিলেন সতীর্থ, কোচ প্রত্যেককে ধন্যবাদ। আমি বাংলাদেশের ক্রিকেটের আগামীর জন্য শুভ কামনা জানাই। আয়ারল্যান্ড দলকেও ধন্যবাদ তারা এখানে উপস্থিত হয়েছে বলে।'
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com