ঢাকা      বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল চায় জামায়াত

IMG
19 November 2025, 4:35 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের রদবদল চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তফসিল ঘোষণার পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদলকালে লটারির ব্যবস্থা করা হলে সর্বোচ্চ নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে তিনি একথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, এর আগেও আমরা দেখেছি তফসিল ঘোষণার পর এক রাতে পদের রদবদল হয়েছে। লটারির মাধ্যমে এটি করা হলে পক্ষপাতিত্ব কমে আসবে।

তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদ ও গণভোট অত্যন্ত প্রাসঙ্গিক হলেও একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার ভাষণে ও গ্যাজেটে এসেছে। এখানে আমাদের প্রশ্ন প্রবাসীরা কীভাবে গণভোট দেবেন? স্বল্প বা কম শিক্ষিত ভোটারদের জুলাই সনদ সম্পর্কে জানানোর দায়িত্ব নির্বাচন কমিশন কীভাবে পালন করবে সেটাও আমরা জানতে চাই।

এসময় জামায়াতের প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

হামিদুর রহমান আযাদ বলেন, সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে ভোটের নিরপেক্ষতা নিশ্চিতে ডিসি, এসপি, ইলেকশন অফিসার, ইউএনও এবং ওসিদের বদলি শতভাগ লটারির ভিত্তিতে করতে হবে।

আজ সকালের সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ও বাংলাদেশ লেবার পার্টি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন