ঢাকা      বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

‘হ্যাঁ’ ভোটের প্রচার চালাতে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতসহ ৮ দল

IMG
20 November 2025, 11:19 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে সাত বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দল। বুধবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

আগামী ৩০ নভেম্বর রংপুর, ১ ডিসেম্বর রাজশাহী, ২ ডিসেম্বর খুলনা, ৩ ডিসেম্বর বরিশাল, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর সিলেট এবং ৬ ডিসেম্বর চট্টগ্রামে সমাবেশ হবে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, যারা সংস্কারের বিরোধী তাদের সঙ্গে নির্বাচনী ঐক্যের সুযোগ নেই।

আট দলের পরিধি বাড়বে কিনা- প্রশ্নে তিনি বলেন, যারা একসঙ্গে আন্দোলন করছি, তারা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবো। ফ্যাসিবাদ বিরোধী ইসলামী, গণতান্ত্রিক, দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। দরজা উন্মুক্ত। বিএনপি বা এনসিপি এভাবেও বলছি না, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন এবং দেশকে ভালোবাসেন, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ও সংস্কারপন্থি তাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে।

জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে আট দল। ১৩ নভেম্বর উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ জারি করেন রাষ্ট্রপতি।

আদেশ অনুযায়ী গণভোট এবং নির্বাচন একদিনে হবে। পিআর পদ্ধতিতে সংসদের উচ্চ কক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতি, প্রধানমন্ত্রীর একচ্ছত্র নিয়ন্ত্রণের পরিবর্তে কমিটির মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিযোগসহ জুলাই সনদের ৪৮টি সাংবিধানিক সংস্কারের প্রস্তাবের ওপর একটি প্রশ্নে হবে গণভোট।

পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতি, কমিটির মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিযোগে বিএনপির নোট অব ডিসেন্ট (ভিন্নমত) রয়েছে। তবে আট দল গণভোটের প্রশ্নকে সমর্থন করছে।

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে বিভাগীয় শহরে সমাবেশে আট দলের শীর্ষ নেতারা থাকবেন। প্রতিটি বিভাগীয় শহরে লিয়াঁজো কমিটি গঠন করা হবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন