ঢাকা      বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

আশুলিয়ায় সারা বছরই পানিতে তলিয়ে থাকে যে সড়ক

IMG
20 November 2025, 1:18 PM

শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়ায় একটি সড়ক ১২ মাসেই পানিতে তলিয়ে থাকে। এ ঘটনায় গার্মেন্টস শ্রমিকসহ সড়কটিতে পারাপার হওয়া লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গার্মেন্টস কারখানা ও বাসা-বাড়ির ময়লা আবর্জনার পানি সড়কটিতে জমে থাকায় পায়ে লেগে অনেকেই চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

এলাকাবাসী জানান, জামগড়া চৌরাস্তায় এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের দুই পাশে গার্মেন্টস ফ্যাক্টরিসহ অসংখ্য দোকানপাট রয়েছে। গত কয়েক বছর ধরে সড়কটির প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন গার্মেন্ট শ্রমিকসহ লক্ষাধিক মানুষ। সড়ক থেকে পানি সরানোর কোন ব্যবস্থা নিচ্ছে না ইউনিয়ন পরিষদ।

তারা বলছেন, ময়লা আবর্জনা পানিতে তলিয়ে থাকা সড়কটিতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয় জনপ্রতিনিধি বা কেউই সড়কটি সংস্কারে এগিয়ে আসছেন না। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবীসী। এছাড়া ওই এলাকায় আরো বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে রয়েছে। এ কারণে সড়কটি দিয়ে সময়মতো গার্মেন্টসে পৌঁছাতে পারেন না শ্রমিক ও বায়াররা। এছাড়াও সড়কটি দিয়ে গাড়ি চলাচল করতে না পারায় গার্মেন্টস মালিকরাও রপ্তানির জন্য তৈরি পোশাক সময়মতো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। গার্মেন্টস শ্রমিকসহ এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য আহ্বান জানিয়েছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন