শরীফুল ইসলাম, সাভার: দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারানোয় সারাদেশের মানুষ অনেক খুশি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বুধবার ঢাকার সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকায় সাভার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জামাল ভূঁইয়া আরও বলেন, ভারতকে হারানোয় আমাদের খুব ভালো লেগেছে। বাংলাদেশ কবে বিশ্বকাপ ফুটবল খেলবে - এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খেলবে কোনো এক সময়।
এসময় তিনি স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসার মান ভালো থাকায় সন্তোষ প্রকাশ করেন। এর আগে, তিনি স্পেশালাইজড হাসপাতালে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান হাসপাতালের চেয়ারম্যান আশরাফুল ইসলাম রানা।
জাতীয় দলের এই অধিনায়ক হাসপাতালে আসলে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা আনন্দে মেতে উঠেন। এসময় হাসপাতালের ফাইন্যান্স ডিরেক্টর তৌহিদুল ইসলাম, এডমিন ডিরেক্টর মজিবুর রহমান, এইচআর ডিরেক্টর মহসিন মিয়া, আইটি ডিরেক্টর আসাদুর রহমান রিপন, পারচেস ডিরেক্টর আবুল হোসেন হাসমত, মার্কেটিং ডিরেক্টর হুমায়ন কবির, এজিএম মার্কেটিং উজ্জ্বল হাসান জীবন তৌহিদুল ইসলাম ও হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com