মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর: তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহালে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ বৃহস্পতিবার সকালে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত ম্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা রহিত করে গত সাড়ে ১৫ বছর সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
নাটের জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম এসময় উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com