ঢাকা      শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

যথাসময়ে নির্বাচন না হলে দেশে সংকট তৈরি হবে : জামায়াত আমির

IMG
22 November 2025, 6:52 PM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সেটা আমাদের তৈরি করতে হবে। যথাসময়ে নির্বাচন হতে হবে, নয়তো দেশে সংকট তৈরি হবে। তিনি বলেন, নির্বাচনে জামায়াতে ইসলামী কারো সাথে জোট না করলেও বিভিন্ন দল ও শক্তির সাথে নির্বাচনি সমঝোতা করতে পারে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য জামায়াত আমির হেলিকপ্টারে চট্টগ্রাম এসে নগরীর প্যারেড মাঠে সাংবাদিকদের এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় নির্বাচনের কথা বলছি না, এখন তা সম্ভব নয়। এই সময়ের মধ্যে আমরা অবাস্তব কথা বা দাবি করছি না, করবোও না। আমি জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই। নির্বাচনের দিন গণভোট চাই না। নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনে জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে।

তিনি বলেন, বাংলাদেশ এখন ইতিহাসের বাঁকে এসে দাঁড়িয়েছে। এ জাতির সামনে বারবার সুযোগ এলেও তার উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল, তারা সেটি না করে তার অপব্যবহার করেছে, নিজেদের পকেট ভরেছে। জামায়াত আমির বলেন, দেশপ্রেম, ভিশন, আন্তরিকতা ও সৎ নেতৃত্ব না থাকার কারণে বারবার সুযোগ এলেও তা হাতছাড়া হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা আর হাতছাড়া হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত। এটি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি যে— পিআর আমরা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দেখেন, আমাদের এতো পজিটিভ এজেন্ডা— আমরা জাতির জন্য কী করব, এগুলো ভাবতে আর বলতে বলতে সময় চলে যায়। কাউকে খোঁচানোর জন্য কিংবা কারো খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই।

চট্টগ্রামে ডা. শফিকুর রহমান প্রথমে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন