ঢাকা      সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রমের প্রশংসায় কমনওয়েলথ মহাসচিব

IMG
23 November 2025, 11:52 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে। আজ রোববার (২৩ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে, কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়েকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রধান বিচারপতি।

পরে এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বৈঠকের সময় কমনওয়েলথ মহাসচিব সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধান বিচারপতির গৃহীত বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অর্জিত সাফল্যের পেছনে প্রধান বিচারপতির দূরদর্শিতা ও নেতৃত্বের ভূমিকার কথা স্বীকার করেন। তিনি উল্লেখ করেন যে, বিচার বিভাগের স্বচ্ছতা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেওয়া উদ্যোগ অত্যন্ত অর্থবহ এবং বাস্তবসম্মত।

কমনওয়েলথের মহাসচিব বিশেষভাবে উল্লেখ করেন যে, দেশের উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের জন্য গঠিত সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠার মাধ্যমে নিয়োগ পদ্ধতিতে ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণে একটি নতুন মাত্রা লাভ করেছে। এছাড়াও গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ কর্তৃক সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন হওয়া প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, এর ফলে বিচার বিভাগের কার্যকর পৃথকীকরণ ত্বরান্বিত হবে এবং বিচার বিভাগ তার নিজস্ব কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হবে।

বৈঠকের সময় কমনওয়েলথ মহাসচিব প্রধান বিচারপতির গৃহীত বিচার বিভাগীয় সংস্কারের রোডম্যাপের নির্ধারিত লক্ষ্যসমূহ অর্জনে কমনওয়েলথ সচিবালয় বাংলাদেশের বিচার বিভাগকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস দেন।

প্রধান বিচারপতি এ সফর ও গঠনমূলক আলোচনার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠা ও মৌলিক মানবাধিকারের সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। কমনওয়েলথ মহাসচিবের এ সফরের মধ্য দিয়ে কমনওয়েলথ সচিবালয় ও বাংলাদেশের বিচার বিভাগের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার এক নতুন দ্বার উন্মোচিত হলো।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন