ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, তারা বিকেল পাঁচটা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পান। আগুন নেভাতে ১১টা ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। পরে আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে বলেও জানান তিনি
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com