ঢাকা      শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

নির্বাচনের মধ্য দিয়ে গোটা জাতি গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার অপেক্ষায়: মির্জা ফখরুল

IMG
28 November 2025, 7:52 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে গোটা জাতি গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, এখন এমন একটি সময়, যখন গোটা জাতি অপেক্ষা করে আছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হবো। আমরা সবাই এটা চাই। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রে ফিরে যেতে চাইলে আমাদের অপরের মত প্রকাশের স্বাধীনতাকেও মূল্য দিতে হবে।

মূল বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ঐক্য থাকতে হবে মূল জায়গায়, কিন্তু ভিন্নতা থাকতে পারে। গণতন্ত্রের মূল কথাই এই জায়গায় যে, আমি আপনার সঙ্গে একমত হবো না, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে অবশ্যই রক্ষা করবো। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। তার সম্পর্কে যত রকমের সব মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমাদের সবার বিরত থাকা উচিত।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বাংলাদেশসহ সারা বিশ্বেই ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় কারও কাছে দায়বদ্ধতা নেই, যা খুশি তা বলা যায়। রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সবার সম্পর্কে নেগেটিভ প্রচারণা চলানো হয়। এতে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। বাংলাদেশে এমনভাবে নেতিবাচক প্রচারণা চালানো হয়, যেন এক ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে। এটা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যাত্রায় বাধা সৃষ্টি করছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন