ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং হতদরিদ্র, ছিন্নমূল ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে আজ সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া গুলশান আজাদ মসজিদে জোহর নামাজ শেষে বিশেষ দোয়া ও মসজিদ প্রাঙ্গণ, বনানী কবরস্থান এবং গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ এ দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন অংশ নেন। এসময় খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া চান তামিম ইকবাল।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com