ঢাকা      বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

IMG
03 December 2025, 1:38 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাতে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।

এ সময় খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ-খবর নেন ডা. শফিকুর রহমান। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং এই কঠিন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য দোয়া করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আশা রাখি ও দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এসময় জামায়াত আমির বেগম জিয়ার আরোগ্য কামনা করেন এবং তার রোগমুক্তির জন্য মহান রবের নিকট দোয়া করেন।

সঙ্গতকারণেই হাসপাতালে ভীড় করে শৃঙ্খলা ভঙ্গ না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আবেদন জানান।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন