ঢাকা      শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম
  • বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ
  • ওসমান হাদি গুলিবিদ্ধ: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

এনসিপির নেতৃত্বে ‘গণতান্ত্রিক সংস্কার জোটের’ আত্মপ্রকাশ

IMG
07 December 2025, 8:54 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন নির্বাচনী জোট। আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ জোট আত্মপ্রকাশ করে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম এসময় উপস্থিত ছিলেন।

নতুন এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট হবে বলে অনুষ্ঠানে নাহিদ ইসলাম ঘোষণা দেন। তিনি বলেন, 'আজকে আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি। আমরা অনেক চেষ্টার পর একটা উদ্যোগের সাহসের জায়গায় দাঁড়িয়েছি। আমরা ঘোষণা করছি, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশার ভিত্তিতে বাংলাদেশকে নতুন রাজনৈতিক দিশা দিতে আমরা প্রাথমিকভাবে তিনটি দল আজ এখানে হাতে হাত মিলিয়েছি।'

নাহিদ ইসলাম বলেন, 'এখান থেকে আমরা আহ্বান করছি যে, পুরোনো রাজনীতি দিয়ে পুরোনো রাজনীতির ফ্যাসিবাদকে দমন করা যায় না। নতুনরা নতুনভাবে নতুন ভাষায় ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছে বলেই নতুন একটা বাংলাদেশের সূর্যোদয় আমরা পেয়েছি'।

মজিবুর রহমান মঞ্জু বলেন, 'আজকের আনুষ্ঠানিক ঘোষণার পেছনে দীর্ঘ কয়েক বছরের ইতিহাস আছে। আমরা গণভোটের পক্ষে জুলাই সনদের পক্ষে ক্যাম্পেইন করব এবং নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন নিয়ে কাজ করব। সংস্কারকে প্রধান রেখে এবং অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারকে সামনে রেখে আমরা এই দলগুলো হয়েছি। নির্বাচনেও আমরা একসঙ্গে অংশগ্রহণ করব'।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন