ঢাকা      মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

নাটোরে ঢাকায় হত্যার শিকার মা-মেয়ের মরদেহ, শোকের মাতম

IMG
09 December 2025, 3:47 PM

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর: ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোড সোমবার হত্যার শিকার হন মা লাইলা আফরোজ ও মেয়ে নাফিসা বিনতে আজিজ। তাদের মরদেহ নাটোরের বাড়িতে এসে পৌঁছালে শোকাচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। তারা নাটোর শহরের বড়গাছা এলাকার এ জেড এম আজিজুল ইসলামের স্ত্রী এবং মেয়ে।

মা-মেয়ের মরদেহ আজ মঙ্গলবার ভোরে নাটোরে বড়গাছায় এসে পৌঁছালে এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ নামাজে জানাজা শেষে তাদের দাফন করা হবে।

সোমবার সকালে মোহাম্মদপুরের বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বাসার গৃহকর্মী আয়েশা তাদের হত্যা করে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এই গৃহকর্মী আয়েশা নামে পরিচয় দিয়েছিলেন এবং হত্যার পর মেয়ের স্কুলের পোশাক পরে বাসা থেকে পালিয়ে যান।

নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। নাফিসার বাবা, এম জেড আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলে শিক্ষকতা করেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন