ঢাকা      শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

ফার্মগেটে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের অবরোধ

IMG
11 December 2025, 1:28 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ছাত্রাবাসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ করেন শতাধিক শিক্ষার্থী। এরপর তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।

শিক্ষার্থীরা জানান, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫) ও হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে অবস্থার অবনতি হলে তাদের মধ্যে সাকিবুল হাসানকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান সাকিবুল। এ ঘটনার প্রতিবাদে আজ কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ফার্মগেটে সড়ক অবরোধ করেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন