ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন ভাইপো এবং স্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রেসারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, তারা সকলেই যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। তারা এতো বেশি মাদক পাচার করেছেন যে, দেশের একটা বিরাট অংশের মানুষ মাদকের নেশায় ডুবে গেছেন।
মাদুরোর তিন ভাইপো ভেনেজুয়েলায় 'নারকো নেফিউ' নামে পরিচিত। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এবং মাদুরোর স্ত্রী আমেরিকায় কোনো সম্পত্তি কিনতে পারবেন না। যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি যদি তাদের সঙ্গে কোনো রকম ব্যবসায় যুক্ত হন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, ভেনেজুয়েলার উপকূলে একটি বিরাট তেলের ট্যাংকার আটক করেছিল আমেরিকা।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com