ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সেখানে হাদির ছোট ভাই ওমর ও ছোট বোনের সঙ্গে দেখা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও ডা. আমানুল্লাহ উপস্থিত ছিলেন।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশা যোগে যাওয়ার সময় মোটর সাইকেলে এসে দুই যুবক খুব কাছ থেকে হাদির মাথায় গুলি করে। সিসিটিভি ফুটেজে ঘটনাটি স্পষ্টভাবে ধরা পড়ে। গুরুতর অবস্থায় তাঁকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানান, গুলিটি মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বের হয়ে গেলেও কয়েকটি খণ্ড এখনও মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে স্থানান্তর করা হয় তাকে। হাদির অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানা গেছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com