ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে। এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করা এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি তার দলের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার নির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ করা হয়।
সূত্র জানায়, এসব কর্মকাণ্ডে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিরাও যুক্ত রয়েছেন—যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের বাংলাদেশ বিরোধী ও অপরাধমূলক তৎপরতা বন্ধে ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।
বৈঠকে আরও জানানো হয়, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে সীমান্ত দিয়ে তাদের পলায়ন রোধে ভারতের সহযোগিতা চাওয়া হয়। একই সঙ্গে কেউ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ সরকার আশা প্রকাশ করে বলেছে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ন্যায়বিচার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকবে।
অন্যদিকে, বৈঠকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দেখতে চায় এবং এ লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com