ঢাকা      সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলা: নিহত মাসুদের বাড়িতে শোকের মাতম

IMG
14 December 2025, 8:19 PM

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়া পাড়া গ্রামের বাসিন্দা কর্পোরাল মো. মাসুদ রানা।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে এ হামলার ঘটনা ঘটে। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন ব্যবহার করে ওই ঘাঁটিতে হামলা চালায়। এতে দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও অন্তত আটজন আহত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, শহীদ কর্পোরাল মো. মাসুদ রানা বোয়ালিয়া পাড়া গ্রামের সাহার উদ্দিনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। দেশপ্রেম ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি ২০০৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। তার দুই ভাইও সেনাবাহিনীর সদস্য—মেজো ভাই মনিরুল ইসলাম ২০১২ সালে এবং ছোট ভাই রনি আলম ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। সর্বশেষ শান্তিরক্ষা মিশনে যাওয়ার আগে মাসুদ রানা যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

তার মৃত্যুর খবরে লালপুর উপজেলার আরবাব ইউনিয়নসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও এলাকাবাসী গভীর শোক এবং বেদনায় মুহ্যমান।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসুদ রানার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। দ্রুত এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন