শরীফুল ইসলাম, সাভার: আগামীকাল ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। এ উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত অধিদপ্তর এ উপলক্ষে নানা প্রস্তুতি গ্রহণ করেছে। ধুয়ে-মুছে ও রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধকে। শেষ হয়েছে স্মৃতিসৌধ ধোয়া মোছা ও রংয়ের কাজ। সৌন্দর্য বর্ধনে বিভিন্ন জাতের ফুলের চারা রোপন, লাইটিং ও সিসি ক্যামেরা স্থাপনসহ বর্ণিল আয়োজনে প্রস্তুতি কাজ শেষ হয়েছে। বীর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।
সাভার জাতীয় স্মৃতিসৌধকে বর্ণিল সাথে সাজানোর জন্য নানা আয়োজনে শেষ হয়েছে প্রস্তুতি কাজ। এলাকাজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। মহান বিজয় দিবস উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এক কথায় অপরূপ সাজে সাজানো হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধকে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com