ঢাকা      সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২
শিরোনাম

বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার

IMG
22 December 2025, 8:29 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। আজ সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় রুশ দূতাবাসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় ভারতের সঙ্গে বিদ্যমান উত্তেজনাও যত দ্রুত সম্ভব কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রুশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে আমরা হস্তক্ষেপ করছি না। তবে বিদ্যমান উত্তেজনা বর্তমান অবস্থা থেকে যেন আর না বাড়ে, সে জন্য একটি সমাধানের পথ খোঁজাই বুদ্ধিমানের কাজ হবে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক হওয়া উচিত।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন