ঢাকা      মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২
শিরোনাম

খেজুর গাছ নিয়ে লড়বেন জমিয়তের ৪ নেতা

IMG
23 December 2025, 6:49 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের চারটি আসনে জমিয়তে উলামায়ে ইসলামকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপির সঙ্গে জমিয়ত নেতাদের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত বৈঠক হয়। পরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

জমিয়ত নেতাদের মধ্যে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব জানান, চারটি আসনে জমিয়তকে ছাড়ের সিদ্ধান্ত হয়েছে। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। জমিয়ত নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন। বিএনপির স্থানীয় নেতাদের দলীয় নির্দেশনা মেনে চলতে হবে। কেউ এই নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

যে চার আসনে ছাড় পেলেন জমিয়ত নেতারা

সিলেট-৫: আসনটি সীমান্তবর্তী সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ নিয়ে গঠিত। এই আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক নির্বাচন করবেন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন। তখন তিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করেন। তবে সেই নির্বাচনে তিনি পরাজিত হন।

নীলফামারী-১: ডোমার ও ডিমলা উপজেলা নিয়ে গঠিত নীলফামারী-১ আসন। খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। তিনি আগেও বিএনপি জোটের হয়ে নির্বাচন করেছেন।

নারায়ণগঞ্জ-৪: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত আসনটিতে লড়বেন জমিয়তের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী। তিনি ২০১৮ সালেও এই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন। নির্বাচন করেছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে।

ব্রাহ্মণবাড়িয়া-২: সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসনটিতে খেজুর গাছ নিয়ে লড়বেন জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি হেফাজতে ইসলামেরও প্রভাবশালী নেতা। তবে এই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন