ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে তৈরি করা হয়েছে সুবিশাল সংবর্ধনা মঞ্চ। ইতোমধ্যে সেখানে শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট লন্ডন থেকে যাত্রা করে সিলেট হয়ে বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমান।
গত রোববার থেকে বিশ্বরোড-পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশজুড়ে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। আজ বুধবার (২৪ ডিসেম্বর) মঞ্চের নির্মাণ কাজ সম্পন্ন হয়। মঞ্চের সামনে ও দুই পাশে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে অবস্থান নিয়েছেন।
মঞ্চের চারপাশে নিরাপত্তা জোরদারে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিএনপি নেতা-কর্মীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ১০টি রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সারাদেশ থেকে বাস, ট্রাক ও মাইক্রোবাসে নেতা-কর্মীরা ঢাকায় আসছেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com