ঢাকা      শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
শিরোনাম

ঢাকা–১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

IMG
25 December 2025, 10:19 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ঢাকা–১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।

ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ঢাকা–১৩ ও ১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে আজ ঢাকা–১৫ আসনের জন্য একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এ পর্যন্ত ঢাকা–১৫ আসনে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা হলেন- ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল (সিপিবি), মো. তানজিল ইসলাম, খান শোয়েব আমান উল্লাহ, মো. শফিকুল ইসলাম খান (বিএনপি), আলমগীর ফেরদৌস (এনসিপি), এস এম ফজলুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ কে এম শফিকুল ইসলাম (গণফোরাম) এবং মো. শফিকুর রহমান (জামায়াতে ইসলামী)। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন