বগুড়া, বাংলাদেশ গ্লোবাল: বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।
হেলালুজ্জানান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসন থেকে আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন। মনোনয়নপত্রে তাঁর আঙ্গুলের ছাপ নেয়া হয়েছে। এ সময় তিনি আরও বলেন, বগুড়ার সব আসনে বিএনপির দু’জন করে প্রার্থী রাখা হয়েছে। এই আসনেও বিএনপির আরো একজন মনোনয়নপত্র জমা দেবেন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়। ১৯৭৮ সালে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো এই আসনে বিজয়ী হন। ১৯৯৬ ও ২০০১ সালেও এ আসনে খালেদা জিয়া বিজয়ী হন। তবে প্রতিবারই খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচন হয়। তিনটি উপনির্বাচনেই বিজয়ী হন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।
২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়া ২ লাখ ৩২ হাজার ৭৬১ ভোট পান। ২০০৮ সালের উপনির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জয়ী হন। ২০১৪ সালে নির্বাচন বর্জন করে বিএনপি। তখন জাতীয় পার্টির মোহাম্মদ আলতাফ আলী সংসদ সদস্য হন।
২০১৮ সালে মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল করা হলে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনকে মনোনয়ন দেওয়া হয়। তাঁর মনোনয়নপত্র বাতিল হলে শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে সমর্থন দেয় বিএনপি।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com