ঢাকা      সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
শিরোনাম

আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি: তারেক রহমান

IMG
29 December 2025, 8:37 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দীর্ঘ দেড় যুগ পরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি উজ্জীবিত নেতা-কর্মীদের উদ্দেশে নতুন করে দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, যার যতটুকু অবস্থান আছে, আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। এর আগে, সর্বশেষ ২০০৬ সালে তিনি বিএনপির প্রধান কার্যালয়ে গিয়েছিলেন।

আজ বিকেল ৪টা ৫ মিনিটে তাঁকে বহনকারী গাড়ি কার্যালয়ের সামনে এসে পৌঁছালে সেখানে তখন হাজারো নেতা-কর্মীর ভিড় ছিল। তারেক রহমান ওই সময় গাড়ি থেকে নেমে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। দোতলায় গিয়ে সোজা চলে যান বারান্দায়। সেখানে দাঁড়িয়ে হাসিমুখে নেতা-কর্মীদের সালাম দিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে নেতা-কর্মীদের উদ্দেশে ১ মিনিট বক্তব্য রাখেন তিনি।

তারেক রহমান বলেন, আজ এখানে কোনো অনুষ্ঠান নেই। রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হবে। তাই আমরা চেষ্টা করবো, রাস্তাটি যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য, যেন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন। তিনি বলেন, যার পক্ষে যতটুকু সম্ভব— আমরা সচেষ্ট হই, কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে তা আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি।

তারেক রহমান বলেন, ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে যখন কর্মসূচি থাকবে, আমি বক্তব্য রাখবো। সবাই আমার জন্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমিও দোয়া করি যে, সবাই সুস্থ ও ভালো থাকুন। আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।

এসময় নেতা-কর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন— তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে; তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম; তারেক রহমান এসেছে, রাজপথ হাসছে; বাংলাদেশের প্রাণ, তারেক রহমান।

এর আগে, বিকেল ৩টায় তারেক রহমান গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। কার্যালয়ে পৌঁছালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান। এসময় বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা আবদুস সালাম ও যুগ্ম মহাসচিব হাবিব-উন খান সোহেল উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন