ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, আজ সোমবার উত্তর-পশ্চিম অঞ্চলে এক অভিযানের সময় তিন পুলিশ কর্মকর্তা এবং ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর ছয় সদস্যসহ মোট ৯ জন নিহত হয়েছে। এ সময় আট পুলিশ কর্মকর্তা এবং একজন নৈশপ্রহরী আহত হয় বলেও জানান তিনি।
ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভার একটি আস্তানায় জঙ্গিরা লুকিয়ে আছে – এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত সপ্তাহে দেশব্যাপী অভিযান চালিয়ে পুলিশ ১১৫ জন সন্দেহভাজন জঙ্গিকে আটক করে। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বড় দিন এবং নববর্ষ উদযাপনকে ঘিরে হামলার পরিকল্পনা করছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com