নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খান আজ সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি-আমাদের উপ-প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন এবং জানাজায় অংশ নেবেন।’ ফাসিহ উল্লাহ খান আরও জানান, মোহাম্মদ ইসহাক দার আগামীকাল সকালে ঢাকায় পৌঁছাবেন।
এর আগে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘বেগম জিয়া পাকিস্তানের একজন বিশ্বস্ত বন্ধু ছিলেন। এই শোকের মুহূর্তে আমার সরকার ও পাকিস্তানের জনগণ বাংলাদেশের মানুষের পাশে রয়েছে।’
অন্যদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় আসিফ আলি জারদারি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাঁর নেতৃত্ব ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।’
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com