ঢাকা      বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২
শিরোনাম

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের গভীর শোক

IMG
30 December 2025, 11:22 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আজ রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান।

প্রতিনিধি দলে আরও ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি মো. ইমরুল হাসান, সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) এবং সহ-সভাপতি ফাহাদ করিম।

এ সময় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ প্রতিনিধি দলের সবাই শোক বইয়ে স্বাক্ষর করেন। তাঁরা মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং বেগম জিয়ারর আত্মার মাগফিরাত কামনা করেন বাফুফে কর্মকর্তারা।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন