ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে 'আটক' করা হয়েছে- যুক্তরাষ্ট্রের এমন দাবির পর, তাঁর 'জীবিত থাকার প্রমাণ' চেয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। প্রেসিডেন্ট মাদুরো বা ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন - এ বিষয়ে ভেনেজুয়েলা সরকার এখনও জানেনা বলেও নিশ্চিত করেন তিনি।
ডেলসি রদ্রিগেজ বলেন, সরকার তাদের উভয়েরই "তাৎক্ষণিক জীবিত থাকার প্রমাণ" দাবি করেছে। এর আগে, ভেনেজুয়েলায় হামলা চালানো এবং “দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে 'আটক' করা হয়েছে” বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com