ঢাকা      বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
শিরোনাম

শ্রীলঙ্কায় বাংলাদেশি সিনেমার শুটিং

IMG
06 January 2026, 2:17 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সিনেমার শুটিংয়ের জন্য শ্রীলঙ্কার দিকে ঝুঁকছেন বাংলাদেশি পরিচালকরা। পবিত্র ঈদুল ফিতরে মুক্তির তালিকায় থাকা একাধিক বাংলাদেশি সিনেমার শুটিং ভারতে হওয়ার কথা ছিল। প্রস্তুতিও নিয়েছিলেন প্রযোজক ও পরিচালকরা। কলকাতা, হায়দরাবাদ এবং মুম্বাইয়ের বিভিন্ন লোকেশন ঘুরে দেখার পাশাপাশি শিল্পী-কলাকুশলীদের সঙ্গে কথাবার্তাও এগিয়েছিল।

কিন্তু অনুমতি পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা, ভিসা জটিলতা, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের শিল্পী-কলাকুশলীদের একে অন্যের দেশে কাজ করার ক্ষেত্রে অস্বস্তির মতো কারণে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছেন তারা। ভারতের পরিবর্তে এখন বাংলাদেশি সিনেমার শুটিংয়ের নতুন গন্তব্য হয়ে উঠছে শ্রীলঙ্কা।

‘রাক্ষস’ ছবির পরিচালক মেহেদী হাসান ২৮ সদস্যের একটি ইউনিট নিয়ে গত রোববার শ্রীলঙ্কা গেছেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, সেখানে টানা ১৮ দিনের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। মেহেদী হাসান বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের ভিসা পাওয়ার পরিবেশ আগের মতো অনুকূলে থাকবে না। অন্যদিকে যে ধরনের লোকেশন আমাদের দরকার, শ্রীলঙ্কায় তা আছে এবং সুন্দরভাবে শুটিং করাও সম্ভব। তাই আমরা শ্রীলঙ্কাকে বেছে নিয়েছি।’

বাংলাদেশে শুরু হচ্ছে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা'র শুটিং। শাকিব খান অভিনীত ছবিটি ঈদে মুক্তির লক্ষ্যেই তৈরি হচ্ছে। প্রাথমিকভাবে ছবিটির বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল ভারতের হায়দরাবাদে, পরে শুটিংয়ের পরিকল্পনায় যুক্ত হয় কলকাতা। সর্বশেষ সিদ্ধান্ত, এই ছবির শুটিংও হবে শ্রীলঙ্কায়।

নাম প্রকাশ না করার শর্তে আরো তিনটি ছবির পরিচালক ও প্রযোজক জানিয়েছেন, তারা ভারতে গানের শুটিং করার কথা চিন্তা করলেও এখন শ্রীলঙ্কায় করবেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন