স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেয়ার পর ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। একদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার চূড়ান্ত ঘোষণা দিয়েছে। অন্যদিকে ‘কাটার মাস্টারকে’ সাদরে বরণ করে নিচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
আইপিএল থেকে মুস্তাফিজকে সরিয়ে দেয়ার পর থেকেই গুঞ্জন ছিল পাকিস্তানের একাধিক ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নিতে আগ্রহী। পিএসএলের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুস্তাফিজকে নিয়ে করা একটি পোস্ট সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে। ধারণা করা হচ্ছে, আইপিএলের দরজা বন্ধ হলেও পিএসএলের দরজা তাঁর জন্য এখন পুরোপুরি খোলা।
মুস্তাফিজের সঙ্গে বিসিসিআই-এর আচরণের প্রতিবাদে ইতোমধ্যে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে সাফ জানিয়ে দেয়া হয়েছে, নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ দল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না। বিসিবির এই কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে আইসিসি বিকল্প ভেন্যু ও নতুন সূচি তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে বলে জানা গেছে।
গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল নিলামে মুস্তাফিজকে নিয়ে চেন্নাই ও দিল্লির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কলকাতার। শেষ পর্যন্ত রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছিল কেকেআর, যা ছিল আইপিএলে যেকোনো বাংলাদেশির জন্য সর্বোচ্চ পারিশ্রমিক।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com