ঢাকা      রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
শিরোনাম

কুমিল্লায় তিন যানবাহনের সংঘর্ষের পর অগ্নিকাণ্ড, নিহত ৪

IMG
09 January 2026, 3:08 PM

কুমিল্লা, বাংলাদেশ গ্লোবাল: কুমিল্লার দাউদকান্দিতে বাসের সঙ্গে ব্যাটারি চালিত অটো রিকশা ও মোটর সাইকেলের সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন বাসের যাত্রী। অন্যজন মোটর সাইকেল চালক। দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে আগুন ধরে যায়। এ সময় ব্যাটারি চালিত রিকশা ও মোটর সাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয়। এতে আহত হন অন্তত ৩০ জন।

দুর্ঘটনার পর চট্টগ্রামগামী লেনে বানিয়াপাড়া থেকে গৌরীপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। দুপুর দুইটা থেকে যানবাহন চলাচল শুরু হয়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন