ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: একটি রাজনৈতিক দল দরিদ্র ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এই এনআইডি কার্ড দিয়ে জাল ভোট দেয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বিকাশ নম্বরে অর্থ লেনদেন হতে পারে আশঙ্কা করছি। এসব সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা। বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি। যদিও কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আশা করি ইসি এই অনৈতিক কার্যক্রম দ্রুত বন্ধ করবে।
তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটের ভোট যেন কোনো কায়দাকানুনে বিশেষ গোষ্ঠীর কাছে না যায়, সেটা দেখার দায়িত্ব ছিলো নির্বাচন কমিশনের। কিন্তু নির্বাচন কমিশন এমনভাবে ছাপিয়েছে, যাতে ধানের শীষ শেষ লাইনে। এটা ভাজ করলে ঠিক থাকে না। পোস্টাল ব্যালট পেপার যারা ডিজাইন করেছেন, তারা নৈতিকভাবে অন্যায় করেছেন। এ জন্য আমরা তীব্র ক্ষোভ বা প্রতিবাদ করছি না, তাদের শাস্তির আওতায় আনার দাবি করছি।
বাহরাইন ও ওমানে পোস্টাল ব্যালট নিয়ে ভিডিও ভাইরাল হয়েছে- নির্বাচন কমিশন তার সত্যতা স্বীকার করেছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক কিন্তু পোস্টাল ব্যালট, এনআইডি কার্ড, ও বিকাশ নম্বর নেয়ার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চায় বিএনপি। নির্বাচনি আইন সবাই সমানভাবে পালন করবে, সেটা প্রত্যাশা করি বলেও মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম খান জানান, আমাদের অভিযোগের পরও ইসি নির্লিপ্ততা পালন করছে। এটা যেন সুষ্ঠু নির্বাচনে বাধা না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com