ঢাকা      শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২
শিরোনাম

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহত ৩

IMG
16 January 2026, 11:44 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর উত্তরায় একটি সাততলা বাড়িতে আগুন লেগে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ৭টা ৫০ মিনিটের দিকে এ আগুন লাগে। সকাল ১০টার দিকে আগুন নেভানো হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের বলেন, উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাড়িটিতে আগুন লাগার ঘটনা জানার ৮ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সেখানে পৌঁছে যায়। এটি সাততলা বাসা ছিল। এর মধ্যে দোতলায় আগুন লেগেছিল। আগুনে পুড়ে তিনজন নিহত হয়েছেন। আহত ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দু'জন নারী ও একজন পুরুষ। ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

এ আগুনে এতো হতাহত কেন—এমন প্রশ্নের জবাবে তালহা বিন জসিম বলেন, ঘরে প্রচুর আসবাব ছিল। সেগুলোয় আগুন লেগে যায়। আগুন তাই দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন দোতলায় লেগে তা তিন তলা পর্যন্ত চলে যায়। সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর সকাল ১০টার দিকে তা নেভানো হয় বলে ফায়ার সার্ভিস জানায়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন