ঢাকা      রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২
শিরোনাম

চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান

IMG
24 January 2026, 9:55 PM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী ফ্লাইট। বিমানবন্দরে নামার পর তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টা ৪৯ মিনিটের তিনি গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছান তিনি।

আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) সেখানে তিনি বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। রোববার সকাল সাড়ে ১১টায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুই দশকেরও বেশি সময় পর তাঁর চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগরী ও আশপাশের জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের প্রত্যাশা, পলোগ্রাউন্ড মাঠে কয়েক লাখ মানুষের সমাগম হবে এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সম্পন্ন হবে। জনসভায় বক্তব্য দেওয়ার পর চট্টগ্রাম ছাড়বেন তিনি।

এরপর বিকেল চারটায় ফেনীর পাইলট স্কুল মাঠ, বিকাল সাড়ে পাঁচটায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ এবং সন্ধ্যা সাতটায় সুয়াগাজীর ডিগবাজির মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান। পরে সন্ধ্যা সাড়ে সাতটায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আরেকটি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে শেষ জনসভায় অংশ নিয়ে গভীর রাতে গুলশানে নিজ বাসভবনে ফিরবেন তারেক রহমান। সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে গিয়েছিলেন তারেক রহমান। তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন