ঢাকা      রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২
শিরোনাম

রফিকুল ইসলাম খানকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

IMG
24 January 2026, 10:26 PM

সিরাজগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান সংসদ সদস্য নির্বাচিত হলে তাঁকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজ মাঠে ১০ দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত নেতাদের বিনা বিচারে হত্যা ও নির্যাতনের নিন্দা জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আবার ফিরে আসুক, এটি জনগণ চায় না।’

‘দাঁড়িপাল্লা’ সমাজের সবখানে ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, ৫ আগস্টের পর জামায়াতের সাড়ে তিন কোটি নেতা-কর্মী কোনো অপকর্মে লিপ্ত হননি। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে বিএনপি নেতা-কর্মীরা টেম্পু স্ট্যান্ড দখল ও মামলা বাণিজ্য করছেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘হ্যাঁ' ভোট পরাজিত হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং সরকার গঠন সফল হবে না।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন