পাবনা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। পাবনায় নির্বাচনী জনসভা শেষে শনিবার (২৪ জানুয়ারি) রাতে জামায়াত নেতা-কর্মীদের সাথে নিয়ে তার কবর জিয়ারত করেন তিনি। এসময় মতিউর রহমান নিজামীর রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমির মাওলানা আবু তালেব মণ্ডল, জেলা জামায়াতের নায়েবে আমির ইকবাল হোসাইন, মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এসময় উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com