ময়মনসিংহ, বাংলাদেশ গ্লোবাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার অংশ নিতে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর গুলশান থেকে সড়ক পথে রওনা হয়ে দুপুরে ময়মনসিংহে পৌঁছান তিনি।
ময়মনসিংহে জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।
জনসভা উপলক্ষ্যে ময়মনসিংহের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ময়মনসিংহ শহরের বিভিন্ন মোড়ে টানানো হয়েছে তাঁর এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় বড় ছবি।
ময়মনসিংহের জনসভা শেষে তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং ঢাকার উত্তরার আজমপুর ঈদগাঁহ মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এসব কর্মসূচি শেষে তিনি গুলশানে তার বাসভবনে ফিরে যাবেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com