ঢাকা      বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
শিরোনাম

ভোট ছিনিয়ে নিতে চাইলে ডানাসহ ছিঁড়ে ফেলবেন: জামায়াত আমির

IMG
28 January 2026, 10:25 AM

বাগেরহাট, বাংলাদেশ গ্লোবাল: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছোঁ মেরে নিতে চায়, তার ডানাসহ ছিঁড়ে ফেলবেন। নিজেদের ভোটের পাহারাদার হতে হবে, অন্যের ভোটেরও পাহারাদার হতে হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাগেরহাট খানজাহান আলী (র.)-এর মাজার মোড় সংলগ্ন মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে, সেই দেশ পরিচালনা করবে। তিনি বলেন, পৈতৃক সূত্রের রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না। আমরা সবাইকে বন্ধু হিসেবে পেতে চাই, কাউকে প্রভু হিসাবে নয়। অতীতে কিছু ক্ষেত্রে প্রভুত্ব কায়েম হয়ে ৫৪ বছর ঘাড়ে চেপে বসেছিল। আগামীতে এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাসত করবে না।

তিনি আরও বলেন, বাগেরহাটের অনেক সমস্যা আছে। বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। যারা কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন, আমরা তাদের ধন্যবাদ জানাতে পারবো না। এ জাতিকে পাল্টানোর জন্য পাঁচটা বছর যথেষ্ট। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পারবো ইনশাআল্লাহ।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল ওয়াদুদ ও বাগেরহাট-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন