মাগুরা, বাংলাদেশ গ্লোবাল: মাগুরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। মাগুরার মহম্মদপুর উপজেলার বড়লিয়া গ্রামে বৃহস্পতিবার বিকালে শতবর্ষ পুরাতন এই ঐতিহ্যবাহী বড়লিয়ার মেলা অনুষ্ঠিত হয়। একশ বছরের ঐতিহ্যের পুরাতন এই মেলা উপলক্ষে আশেপাশের ২০ গ্রামের মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মেলার প্রথম দিনে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতার আয়াজন করা হয়। মাগুরা, যশোর নড়াইল, ফরিদপুর ও রাজবাড়ী জেলার ২৭টি ঘোড়া এতে অংশ নেয়। মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের আনিস মিয়ার ঘোড়া প্রথম স্থান, পাল্লা গ্রামের কুদ্দুস মোল্লার ঘোড়া দ্বিতীয় ও নড়াইল জেলার অভয়নগর গ্রামের সোহেল মোল্লার ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে অনুষ্ঠিত মেলায় রকমারি মিষ্টি ও খেলার সামগ্রীসহ বিভিন্ন পণ্যের সমারোহে বেচাকেনা জমে উঠেছে। আশেপাশের ২০টি গ্রামের হাজার হাজার দর্শক এই ঘৌড়দৌড় প্রতিযাগিতা ও গ্রামীণ মেলা উপভোগ করতে কয়েকদিন আগে থেকেই বড়লিয়া গ্রামে এসে উপস্থিত হচ্ছেন। গোটা গ্রামে মানুষের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে। এই মেলাকে ঘিরে পুরো এলাকাজুড়েই চলছে উৎসবের আমেজ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com