ঢাকা      শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
IMG-LOGO
শিরোনাম

জামালপুরে একসঙ্গে ৪ সন্তান জন্ম

IMG
20 January 2023, 7:06 PM

জামালপুর, বাংলাদেশ গ্লোবাল: জামালপুরে আরও এক মা একসঙ্গে ৪ সন্তান জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে দুলেনা বেগমের (৩৮) ৪ সন্তানের জন্ম হয়। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেনারেল হাসপাতালে ভর্তি ইসলামপুরের দুলেনা বেগম অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেন। মা ও তার ৩ নবজাতক সুস্থ আছে। তাদের ৩ জন কন্যা ও একজন ছেলে। কন্যা সন্তানরা সুস্থ থাকলেও ছেলেটি মারা গেছে।

দুলেনা বেগম ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ার চর মধ্যপাড়া গ্রামের সাজু মিয়ার স্ত্রী। সাজু মিয়া বলেন, 'আমার আরও ৫টি সন্তান আছে। গতকাল স্ত্রীকে জেনারেল হাসপাতালে ভর্তির পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম হয়। তবে, নবজাতক ছেলেটি মারা গেছে।'

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন