ঢাকা      শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
IMG-LOGO
শিরোনাম

মেসির গোলে জয় পিএসজির

IMG
05 February 2023, 12:03 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অচেনা ছন্দে ধরা দিয়েছিল পিএসজি। সুযোগ নেয় তুলুজ। ম্যাচের শুরুর দিকেই তারা মেতে উঠে উল্লাসে। তবে তাদের সেই উচ্ছাস শেষ পর্যন্ত থাকেনি। আশরাফ হাকিমি ও লিওনেল মেসির গোলে শেষ হাসিটা কেড়ে নেয় পিএসজি।

খেলার ২০ মিনিটের মাথায় গোল খেয়ে বসে স্বাগতিকরা। তুলুজের মিডফিল্ডার ফন বুমেনের ফ্রি-কিকে বল রক্ষণ দেয়ালে একজনের পায়ে লেগে জালে জড়ায়। তবে ৩৮ মিনিটের মাথায় দারুণ এক গোল করে দলকে সমতায় ফেরান হাকিমি। বক্সের বাইরে জায়গা বানিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে তুলুজের ওপর চাপ বাড়ায় পিএসজি। সেই ধারাবাহিকতায় ৫৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় তারা। হাকিমির পাসে বল বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। এই গোলেই লেখা হয়ে যায় ম্যাচের ভাগ্য।

২২ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তাদের সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে লঁস। ২২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে তুলুজ।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন