ঢাকা      শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
IMG-LOGO
শিরোনাম

মোসলেম উদ্দিন নিবেদিত কর্মী ছিলেন : সংসদে প্রধানমন্ত্রী

IMG
06 February 2023, 7:59 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: মোসলেম উদ্দিন আহমেদ নিবেদিত কর্মী ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা। সোমবার (৬ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে আনীত শোক প্রস্তাবে তিনি এ কথা বলেন।

সংসদ নেতা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়ার পর প্রকৃত গেরিলা যোদ্ধার মতোই তিনি পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এ সময় ১৯৭৫ সালে তার অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

মোসলেম উদ্দিন আহমেদ এক-এগারোর সরকারের সময় দলের নিবেদিতপ্রাণ কর্মীর মতো কাজ করে গেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মানুষ মরণশীল, তবে কর্মগুণে মানুষ অবিনশ্বর হয়ে থাকে। মোসলেম উদ্দিন আহমেদ এমনই একজন নেতা ছিলেন।

পরে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদ রোববার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন। আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন