ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর উত্তরায় প্রকাশ্যে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকাসহ গাড়িটি ডাকাতরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার।
পুলিশ জানায়, মিরপুর ডিওএইচএস থেকে সাভার ইপিজেড এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের বিভিন্ন বুথে টাকা দেয়ার জন্য রওয়ানা হয় মানি প্ল্যান্ট নামে একটি বেসরকারি সিকিউরিটি প্রতিষ্ঠানের তিনটি গাড়ি। সকাল সাড়ে ৭টার দিকে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় টাকার গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল গাড়িটি। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। পুুলিশ টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার সময় সংবাদকে বলেন, টাকার গাড়িগুলো অনুসরণ করছিল একটি কালো রঙয়ের হাইয়েস গাড়ি। উত্তরার মেট্রোরেলের ১ নম্বর স্টেশন থেকে তুরাগের দিকে ঢোকার পথে কালো মাইক্রোবাসটি ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করে। মাইক্রোবাস থেকে প্রথমে তিনজন নেমে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানি প্ল্যান্টের গাড়িতে থাকা লোকদের নামিয়ে দিয়ে টাকাভর্তি গাড়িসহ পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত তুরাগ থানায় কোনো মামলা হয়নি।
বাংলাদেশ গ্লোবাল/এইচএম
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com