ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এখন এক শ্রেণির ক্ষমতাবান ব্যক্তি ও সরকারি কর্তাদের পৌষ মাস। যত চুক্তি তত লাভ।' তিনি আরও বলেন, 'কুইক রেন্টাল ও আইপিপি চুক্তিগুলো এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে সরকার-ঘনিষ্ঠদের কৌশলে অবৈধ ও অনৈতিক আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া যায়।'
আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি বলেন, 'গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের পুরো বিদ্যুৎ খাতে যে ভয়াবহ দুর্নীতি, লুট ও অব্যবস্থাপনা হয়েছে, যার কুফল এখন সমগ্র দেশবাসীকে ভোগ করতে হচ্ছে।'
তিনি বলেন, 'অপরিকল্পিতভাবে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন, অযোগ্য কোম্পানিকে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প প্রদান, প্রতিযোগিতা ছাড়া বিনা টেন্ডারে অতিরিক্ত দরে বিদ্যুৎ কেনার চুক্তি এবং স্বল্প মেয়াদের রেন্টাল ও কুইক রেন্টালগুলোর মেয়াদ বাড়িয়ে বিদ্যুৎ খাতে বছরের পর বছর খরচ বাড়ানো হয়েছে।'
মির্জা ফখরুল বলেন, 'সরকার পরিণাম না ভেবে দেশের স্বার্থবিরোধী প্রাইভেট সেক্টরেও যৌথ মালিকানার নামে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আনন্দে বিভোর ছিল। এখনো আছে।' বর্তমান সরকারের বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনা নীতি সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, 'এরই মধ্যে ভারতের আদানি পাওয়ারের সঙ্গে সরকারের আরেকটি একপেশে ও দেশের জন্য অত্যাধিক ক্ষতিকর চুক্তি প্রকাশ হলো।'
তিনি বলেন, 'সরকার গত ২ মাসে ৩ বার বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি বিদ্যুতের মূল্য আরও ৫ শতাংশ বাড়িয়েছে সরকার। ২০১০ সালের ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ছিল ৩ টাকা ৭৩ পয়সা। নতুন মূল্য হার কার্যকরের ফলে বর্তমানে তা বেড়ে দাঁড়াচ্ছে ৮ টাকা ২৫ পয়সা।'
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com