স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ বাংলাদেশ গ্লোবাল: আয়ারল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস দেখেশুনে আগাচ্ছিলেন। প্রথম ওভারে ৭ রান সংগ্রহের পর পরের ওভারে আসে ৮ রান।
মার্ক আদাইয়ের করা তৃতীয় ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন তামিম ইকবাল। ফুল লেংথের বলটি ঢিলেঢালা ড্রাইভে খেলতে গিয়ে প্রথম স্লিপে পল স্টার্লিংকে ক্যাচ দেন তামিম। ৯ বলে ৩ রান করে আউট হলেন বাংলাদেশ অধিনায়ক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৬ ওভার শেষে ১ উইকেটে ৩২। লিটন দাস ১৫ আর নাজমুল হোসেন শান্ত ৭ রানে অপরাজিত আছেন।
এর আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশকে জানিয়েছেন ব্যাটিংয়ের আমন্ত্রণ।
২০০৭ সালে প্রথম ওয়ানডে খেলার পর আয়ারল্যান্ড ও বাংলাদেশ সবশেষ মুখোমুখি হয় ২০১৯ সালে। এ পর্যন্ত তারা মুখোমুখি হয়েছে ১০ ম্যাচে। যেখানে জয়ের পাল্লাটা হেলে আছে তামিম ইকবালের দলের দিকে। বাংলাদেশের ৭ ম্যাচে জয়ের বিপরীতে সফরকারীদের জয় ২ ম্যাচে। একটি ম্যাচে কোনো ফল হয়নি।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, অ্যান্ড্রু বালবার্নি, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, লর্কান টাকার, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার ও গ্রাহাম হুম।
বাংলাদেশ গ্লোবাল/এইচএম
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com